মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানে বোমা বিস্ফোরণ; নিহতের সংখ্যা বেড়ে ২৪
আন্তর্জাতিক ডেস্ক 09 November, 2024 06:51 PM
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৪ জনে। এ ছাড়া অন্তত ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।
পুলিশ ও অন্য কর্মকর্তারা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
বেলুচিস্তানের পুলিশের মহাপরিদর্শক মোজ্জাম জাহ আনসারি বলেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। টার্গেট ছিল পদাতিক স্কুলের সেনা সদস্যরা। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
হাসপাতালের মুখপাত্র ডা. ওয়াসিম বেগ রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ৪৪ জন আহতকে সিভিল হাসপাতালে আনা হয়েছে।
পুলিশ অপারেশনের সিনিয়র সুপারিনটেনডেন্ট মুহাম্মদ বালোচ বলেছেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বোমা বলে মনে হচ্ছে এবং আরো তথ্যের জন্য তদন্ত চলছে। রেলওয়ে স্টেশনের ভেতরে বিস্ফোরণটি ঘটে।তবে এখনো কোনো গোষ্ঠী কোয়েটার প্রধান রেলওয়ে স্টেশনে বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
সাধারণত দিনের প্রথমদিকে এই স্টেশন বেশ ব্যস্ত থাকে। গত আগস্টেও পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে সন্ত্রাসীদের হামলায় বেলুচিস্তান প্রদেশে অন্তত ৭৩ জন নিহত হয়েছে।
সূত্র : রয়টার্স